728x90 AdSpace

Latest News

Tuesday, 29 October 2019

গুগল সার্চে পরিবর্তন আসছে


গুগলে এখন অনেক কিছু অনুসন্ধান বা সার্চ করে মানুষ। প্রতিদিন কোটি কোটি প্রশ্নের উত্তর খোঁজা হয় গুগলে। মানুষের সার্চের বিষয়গুলোর ভালোভাবে বুঝতে এবং সংশ্লিষ্ট উত্তর খুঁজে এনে দিতে সার্চের অ্যালগরিদমে পরিবর্তন আনছে গুগল। গুগল এতে তাদের নিউরাল নেটওয়ার্কিং পদ্ধতি ব্যবহার করছে।

গুগলের দাবি, এই আপডেটের ফলে প্রতি ১০টি সার্চ রেজাল্টের মধ্যে অন্তত একটি প্রাসঙ্গিক হবে। প্রাথমিকভাবে শুধু ইংরেজি ভাষাতেই আপডেটটি পাওয়া যাবে। পরবর্তীতে অন্যান্য ভাষার জন্যও সুবিধাটি আনবে গুগল।



গুগলে এখন অনেক কিছু অনুসন্ধান বা সার্চ করে মানুষ। প্রতিদিন কোটি কোটি প্রশ্নের উত্তর খোঁজা হয় গুগলে। মানুষের সার্চের বিষয়গুলোর ভালোভাবে বুঝতে এবং সংশ্লিষ্ট উত্তর খুঁজে এনে দিতে সার্চের অ্যালগরিদমে পরিবর্তন আনছে গুগল। গুগল এতে তাদের নিউরাল নেটওয়ার্কিং পদ্ধতি ব্যবহার করছে।

গুগলের দাবি, এই আপডেটের ফলে প্রতি ১০টি সার্চ রেজাল্টের মধ্যে অন্তত একটি প্রাসঙ্গিক হবে। প্রাথমিকভাবে শুধু ইংরেজি ভাষাতেই আপডেটটি পাওয়া যাবে। পরবর্তীতে অন্যান্য ভাষার জন্যও সুবিধাটি আনবে গুগল।


মেশিন লার্নিংভিত্তিক ভাষা শনাক্তকরণের কৌশলের মাধ্যমে আপডেটটি আনা হয়েছে। কৌশলটির নাম দেওয়া হয়েছে ‘বিডাইরেকশনাল এনকোডার রিপ্রেজেন্টেশনস ফ্রম ট্রান্সফরমেশনস (বিইআরটি)।

বিইআরটির মাধ্যমে ধারাবাহিকভাবে প্রতি শব্দ সমন্বয় করে সার্চ রেজাল্ট দেখাবে গুগল। আপডেটটির ফলে গুগলে কিওয়ার্ডের বদলে লম্বা প্রশ্ন করলেও সঠিক উত্তর পাওয়া যাবে।

  • Blogger Comments
  • Facebook Comments

0 Comments:

Post a Comment

Item Reviewed: গুগল সার্চে পরিবর্তন আসছে Description: Rating: 5 Reviewed By: COMPLETE BCS
Scroll to Top