728x90 AdSpace

Latest News

Saturday, 9 November 2019

মামলা নিষ্পত্তির আগে ক্ষতিপূরণ না দেয়ার দাবি

মামলা নিষ্পত্তির আগে ক্ষতিপূরণ না দেয়ার দাবি

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি

আশুগঞ্জের অভ্যন্তরীণ কন্টেইনার নদীবন্দর নির্মাণ (আইসিটি) প্রকল্পে অধিগ্রহণকৃত ভূমি ও অবকাঠামোর মামলা নিষ্পত্তি হওয়ার আগে ক্ষতিপূরণ না দেয়ার দাবি জানিয়েছেন মামলার বাদীরা।

শনিবার আশুগঞ্জ প্রেস ক্লাবে সংবাদ সম্মেলন করে এ দাবি জানিয়েছেন আইসিটি অর্ধশতাধিক মামলার বাদী। লিখিত বক্তব্যে আইসিটি মামলার বাদী মো. ওমর ফারুক বলেন, আদালতে শতাধিক মামলা চলমান থাকার পরও অতিরিক্ত জেলা প্রশাসক মো. ইলিয়াস মেহেদী ও ভূমি অধিগ্রহণ অফিসার ঊর্মি রায় চারচারতলা এলাকার মহরমপাড়ার ক্ষতিগ্রস্ত মিল মালিক ফজলু মিয়াকে ৪ কোটি ৩৩ লাখ ১৫ হাজার ৮৪০ টাকা ও সামসু মিয়াকে ৪ কোটি ৫৮ লাখ ৯১ হাজার ৬৭৫ টাকার চেক প্রদান করেছেন। আশুগঞ্জের অভ্যন্তরীণ কন্টেইনার নদীবন্দর নির্মাণ (আইসিটি) প্রকল্পের ৩৩১৫ দাগের ২০৯ শতক জায়গা, ৩৩১৬ দাগের ৩৬ শতক জায়গা, ৩৩১৭ দাগের ২৮ শতক জায়গা নিয়ে মামলা চলমান আছে। অবকাঠামোর বিষয়েও আদালতে মামলা চলমান আছে। এ সময় মুক্তিযোদ্ধা মোজাম্মেল হক গোলাপ, রেহেনু হক, আবদুল মন্নাফ, মো. শামীম চৌধুরী সোহাগ, হাজি বাচ্চু মিয়াসহ অর্ধশতাধিক মামলার বাদী উপস্থিত ছিলেন। ব্রাহ্মণবাড়িয়া অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মো. ইলিয়াস মেহেদী জানান, সামসু মিয়া ও ফজলু মিয়ার অবকাঠামোর বিষয়ে আইনগত কোনো বাধা না থাকায় ও অভিযোগের বিপরীতে কোনো কাগজপত্র দেখাতে না পারায় তাদের চেক প্রদান করা হয়েছে। বাকিদের বিষয়েও শুনানি চলমান রয়েছে।

© JUGANTOR.COM
  • Blogger Comments
  • Facebook Comments

0 Comments:

Post a Comment

Item Reviewed: মামলা নিষ্পত্তির আগে ক্ষতিপূরণ না দেয়ার দাবি Description: Rating: 5 Reviewed By: COMPLETE BCS
Scroll to Top