৬ নভেম্বর: হাসতে নেই মানা
একদিন প্রতিদিন
যুগান্তর ডেস্ক* জোকস-১
এক মাতাল ভোট দিতে ঢুকল। কিন্তু বের হতে দেরি হচ্ছে দেখে অফিসার জিজ্ঞাসা করলেন- অফিসার: কী হলো, ভোট দিন। মাতাল: আরে দাঁড়ান, দিচ্ছি। অফিসার: দেরি করছেন কেন? মাতাল: শালা, মনে করতে পারছি না কোন দল মালটা খাওয়ালো।
* জোকস-২
মাঝরাতে বেডরুমের টেলিফোন বেজে উঠল- স্বামী: কেউ আমার কথা জিজ্ঞাসা করলে বলে দেবে আমি বাড়িতে নেই। স্ত্রী: আমার স্বামী বাড়িতেই আছে। স্বামী: আমি বললাম না, কেউ আমার কথা জিজ্ঞাসা করলে বলবে আমি বাড়িতে নেই। স্ত্রী: চুপ করো! সব ফোনই কি তোমার কাছে আসবে?
* জোকস-৩
বেশ কয়েক দিন ধরে স্বামী লাপাত্তা। স্ত্রী গেছেন পুলিশের কাছে— স্ত্রী: স্যার, আমার স্বামী এক সপ্তাহ আগে পেঁয়াজ কেনার কথা বলে বাজারে গিয়েছিলেন। কিন্তু আজও বাসায় ফেরেননি। দয়াকরে যদি একটু খোঁজ করতেন তার। পুলিশ: আপনি এত অস্থির হচ্ছেন কেন? পেঁয়াজ ছাড়া তরকারি রান্না করলেই তো হয়!
* জোকস-৪
উকিল সাহেব হস্তদন্ত হয়ে বাড়ি ফিরলেন। উকিলের স্ত্রী অবাক হয়ে বললেন, ‘কোন দিকে চাঁদ উঠল আজ। এত সকাল সকাল সাহেব যে বাড়ি চলে এলেন।’
উকিল সাহেব বললেন, ‘সে কথা পরে বলছি, আগে তোমার যাবতীয় কাপড়-চোপড় আর গয়নাগুলো শিগগির তোমার বাপের বাড়িতে রেখে আসো।’
স্ত্রী আরও অবাক হয়ে বললেন, ‘ওমা সে কি কেন?’ উকিল বললেন, ‘আজ এক কুখ্যাত চোরকে বেকসুর খালাস দিয়ে এসেছি। সে নাকি সন্ধ্যার পর কৃতজ্ঞতা জানাতে আসবে।’

0 Comments:
Post a Comment