তৎসম শব্দ কাকে বলে?
তৎসম শব্দ
কাকে বলে?
‘তৎ’
মানে তার অর্থাৎ সংস্কৃতের এবং ‘সম’ মানে তুল্য। যে শব্দগুলি কোনো রকম পরিবর্তন ছাড়াই বাংলা
ভাষায় ব্যবহূত হয় সেগুলিই তৎসম শব্দ। - বাংলাপিডিয়া
উইকিপিডিয়া
এর মতে- সংস্কৃত ভাষার যে-সব শব্দ অপরিবর্তিত রূপে সরাসরি বাংলা ভাষায় গৃহীত হয়েছে
সে সব শব্দকে বলা হয় তৎসম শব্দ। উদাহরণঃ- চন্দ্র, সূর্য, নক্ষত্র
নবম দশম শেণির
বাংলা ব্যাকরণ অনুযায়ী: যে সব শব্দ সংস্কৃত ভাষা থেকে

0 Comments:
Post a Comment