আখতারুজ্জামান বাবু দুঃসময়ে দলের কাণ্ডারি ছিলেন
চট্টগ্রাম ব্যুরোমুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক, আওয়ামী লীগ নেতা আখতারুজ্জামান চৌধুরী বাবুর ৭ম মৃত্যুবার্ষিকীর অনুষ্ঠানে বক্তারা বলেছেন, তিনি ছিলেন দলের দুঃসময়ের কাণ্ডারি। তার অভাব কখনই পূরণ হওয়ার নয়।
মৃত্যুবার্ষিকী উপলক্ষে কোরআনখানি, মিলাদ মাহফিল ও বিশেষ মোনাজাতের আয়োজন করা হয়। সোমবার সকালে চট্টগ্রাম উত্তর, দক্ষিণ ও মহানগর আওয়ামী লীগের নেতারা আনোয়ারা উপজেলার হাইলধর গ্রামের বাড়িতে আয়োজিত এসব কর্মসূচিতে অংশ নেন। তারা মরহুমের কবরে পুষ্পস্তবক অর্পণ করে শ্রদ্ধা জানান। বিকালে পিতার কবর জিয়ারত ও মোনাজাতে অংশ নেন মরহুমের বড় ছেলে ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী জাবেদ। দোয়া মাহফিলে দক্ষিণ জেলা আওয়ামী লীগ সভাপতি মোছলেম উদ্দীন আহমেদ, সাধারণ সম্পাদক মফিজুর রহমান, দক্ষিণ জেলা আওয়ামী লীগ নেতা ও চট্টগ্রাম প্রেস ক্লাবের সাবেক সভাপতি আবু সুফিয়ানসহ নেতারা উপস্থিত ছিলেন।
সোমবার বাদ মাগরিব বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ চট্টগ্রাম মহানগর ইউনিট কমান্ডের উদ্যোগে নগরীর দারুল ফজল মার্কেটস্থ সংসদের কার্যালয়ে দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়। দোয়া মোনাজাত পরিচালনা করেন দারুল ফজল মার্কেট মসজিদের পেশ ইমাম আলহাজ মাওলানা ফজল আহমদ। এ সময় উপস্থিত ছিলেন মুক্তিযোদ্ধা সংসদ চট্টগ্রাম মহানগর ইউনিট কমান্ডার মোজাফফর আহমদ, ডেপুটি কমান্ডার শহিদুল হক চৌধুরী সৈয়দ, সহকারী কমান্ডার সাধন চন্দ্র বিশ্বাস, সহকারী কমান্ডার খোরশেদ আলম (যুদ্ধাহত), সহকারী কমান্ডার রফিকুল ইসলাম প্রমুখ।
১৯৪৫ সালে আনোয়ারা হাইলধর গ্রামের সম্ভ্রান্ত পরিবারে জন্মগ্রহণ করেছিলেন আখতারুজ্জামান চৌধুরী বাবু। তার বাবার নাম নূরুজ্জামান চৌধুরী। সর্বশেষ আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য ছিলেন তিনি। এছাড়া আনোয়ারা থেকে জাতীয় সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন ৪ বার। নবম জাতীয় সংসদে তিনি ছিলেন পাট ও বস্ত্র মন্ত্রণালয় সংক্রান্ত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি। ২০১২ সালের ৪ নভেম্বর আখতারুজ্জামান চৌধুরী বাবু ইন্তেকাল করেন।

0 Comments:
Post a Comment