728x90 AdSpace

Latest News

Monday, 4 November 2019

যবিপ্রবির ভিসি হাইকোর্টে ক্ষমা চাইলেন

যবিপ্রবির ভিসি হাইকোর্টে ক্ষমা চাইলেন

যুগান্তর রিপোর্ট

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ছবি বিকৃতির ঘটনায় যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (যবিপ্রবি) ভিসিসহ তিনজন নিঃশর্ত ক্ষমা প্রার্থনা করেছেন। সোমবার বিচারপতি এফআরএম নাজমুল আহসান ও বিচারপতি কেএম কামরুল কাদের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চে ক্ষমা প্রার্থনা করেন তারা। উপাচার্য ছাড়া অন্য দু’জন হচ্ছেন বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার ও জনসংযোগ কর্মকর্তা। আদালত বলেছেন, অভিযোগ প্রমাণ হলে ছাড় দেয়া হবে না। আগামী ২০ নভেম্বর শুনানির পরবর্তী দিন নির্ধারণ করা হয়েছে। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছবি বিকৃতির অভিযোগে রিট করেন যশোর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মো. আনোয়ার হোসেন বিপুল।

ভিসি অধ্যাপক আনোয়ার হোসেন বলেছেন, ছবি বিকৃতির ঘটনা ঘটেনি। অন্য কেউ ডেস্ক ক্যালেন্ডারে ছবি বিকৃতির দায় চাপাতে চাচ্ছে। রিট আবেদনকারী উদ্দেশ্যপ্রণোদিত হয়ে ছবি বিকৃতির অভিযোগ এনেছেন, যা ভিত্তিহীন। বিশ্ববিদ্যালয়ের অধ্যাপকদের লাঞ্ছিত করার দায়ে তাকে ক্যাম্পাসে নিষিদ্ধ করা হয়েছিল।

এর আগে বিকৃতির ঘটনায় হাইকোর্টের নির্দেশে গঠিত তদন্ত কমিটি ১৫ অক্টোবর প্রতিবেদন দাখিল করেছে। অভিযোগের সত্যতা মিলেছে বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়। প্রতিবেদনে বলা হয়, ২০১৮ সালের ডেস্ক ক্যালেন্ডারে জাতির পিতার ছবি এবং ২০১৯ সালের ডেস্ক ক্যালেন্ডারে জাতির পিতা ও প্রধানমন্ত্রীর ছবি ব্যবহারের ক্ষেত্রে যথাযথভাবে দায়িত্ব পালন করা হয়নি। এছাড়া ২০১৮ সালের ক্যালেন্ডারে জাতির পিতার ছবির ওপর বিশ্ববিদ্যালয়ের ভিসির নাম লেখাও সমীচীন হয়নি।

© JUGANTOR.COM
  • Blogger Comments
  • Facebook Comments

0 Comments:

Post a Comment

Item Reviewed: যবিপ্রবির ভিসি হাইকোর্টে ক্ষমা চাইলেন Description: Rating: 5 Reviewed By: COMPLETE BCS
Scroll to Top