চেক জালিয়াতির অভিযোগ প্রধান শিক্ষকের বিরুদ্ধে
কুড়িগ্রাম প্রতিনিধিকুড়িগ্রাম সদরের চৈতেরখামার সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ফজলুল হকের বিরুদ্ধে চেক জালিয়াতিসহ একাধিক অনিয়মের প্রতিকার চেয়ে বিভিন্ন দফতরে অভিযোগ দায়ের করা হয়েছে। শনিবার সকালে কুড়িগ্রাম প্রেস ক্লাবে অভিযোগের কপি হস্তান্তর করে সাংবাদিকদের কাছে একাধিক অনিয়মের চিত্র তুলে ধরে ওই প্রধান শিক্ষকের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করেন বিদ্যালয় ব্যবস্থাপনা কমিটির সভাপতি আবদুল হাকিম। আবদুল হাকিম জানান, ওই বিদ্যালয়টি বর্তমানে বেহাল অবস্থায় রয়েছে। প্রধান শিক্ষকের বিরুদ্ধে শিক্ষার্থী, শিক্ষক ও অভিভাবকদের সঙ্গে খারাপ আচরণের অভিযোগ রয়েছে। তিনি জাতীয় দিবসগুলো পালন করেন না। বিদ্যালয় ভবন ধান ব্যবসায়ীদের কাছে ভাড়া দেয়া হয়েছে। এছাড়া স্কুলের উন্নয়নে স্লিপ ও ক্ষুদ্র মেরামতের বরাদ্দকৃত অর্থে দায়সারা কাজ করে বাকি অর্থ আত্মসাৎ করেছেন। এসব অভিযোগ অস্বীকার করে প্রধান শিক্ষক ফজলুল হক জানান, ‘বিদ্যালয়ের বিপরীতে বিভিন্ন বরাদ্দের অর্থ অনৈতিকভাবে আদায় করতে না পেরে সভাপতি আমার সুনাম নষ্ট করার জন্য মিথ্যা অভিযোগ করেছেন। অভিযোগ পাওয়ার কথা স্বীকার করে সদর উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা লুৎফর রহমান জানান, এ ব্যাপারে তদন্তসাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

0 Comments:
Post a Comment