সব সেক্টরে শুদ্ধি অভিযান চলবে : ওবায়দুল কাদের
যুগান্তর রিপোর্টআওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, দলে কোনো দূষিত রক্ত দেখতে চাই না। বিশুদ্ধ রক্ত সঞ্চালন করতে হবে। সব সেক্টরে শুদ্ধি অভিযান চলবে, সব দুর্নীতিবাজদের খুঁজে বের করা হবে।
সোমবার সকালে রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইন্সটিটিউশনে স্বেচ্ছাসেবক লীগ ঢাকা মহানগর দক্ষিণের সম্মেলনের প্রথম অধিবেশনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
ওবায়দুল কাদের বলেন, শেখ হাসিনার অ্যাকশন, শুদ্ধি অভিযান শুরু হয়ে গেছে। সৎ সাহস আছে, বঙ্গবন্ধুকন্যা প্রমাণ করেছেন, নিজের দল থেকে শুদ্ধি অভিযানের সূচনা করেছেন। কেউ ছাড় পাবে না। তিনি বলেন, শুধু আওয়ামী লীগ নয়, অন্যান্য রাজনৈতিক দল; যারা বড় বড় কথা বলছেন, খোঁজ নেয়া হচ্ছে কারা দুর্নীতি করে আঙুল ফুলে কলাগাছ হয়েছে। প্রশাসনে কারা দুর্নীতিবাজ, সব সেক্টরে খারাপ লোকদের খুঁজে বের করা হবে।
নেতাকর্মীদের উদ্দেশে কাদের বলেন, অপকর্মকারীদের আওয়ামী লীগে জায়গা হবে না। চাঁদাবাজ, মাদক ব্যবসায়ী, লুটেরা, সন্ত্রাসী, দুর্নীতিবাজ, অন্যের বাড়ি-ভূমি দখলদাররা সাবধান, আওয়ামী লীগে ঠাঁই হবে না। মনে রাখবেন, ক্ষমতা চিরদিন থাকে না। ক্ষমতার দাপট দেখাবেন না। বসন্তের কোকিলদের এনে দল ভারি করার চেষ্টা করবেন না, আমরা দুঃসময়ের কর্মী চাই, বসন্তের কোকিল চাই না। ওবায়দুল কাদের বলেন, কে কত প্রভাবশালী তার চেয়ে বড় কথা হচ্ছে আমরা চাইব ক্লিন ইমেজের কর্মীদের নেতা বানাতে। খারাপ লোকের কোনো দরকার নেই, খারাপ লোকেরা দলের দুর্নাম ডেকে আনে। দুঃসময় এলে হাজার পাওয়ারের বাতি জ্বালিয়েও এদের খুঁজে পাওয়া যাবে না। তিনি বলেন, যাদের সাহস আছে, কেয়ার আছে, যাদের ক্লিন ইমেজ আছে; আমি আশা করি আজকের দক্ষিণ মহানগরের (স্বেচ্ছাসেবক লীগ) সম্মেলন থেকে ক্লিন ইমেজের দ্বার উদ্ঘাটনের সেই সূচনা হবে। যাদের ভালো ইমেজ তাদের দিয়েই কেন্দ্রীয় সম্মেলনে নেতৃত্ব সৃষ্টি করা হবে। আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, পরিষ্কার মেসেজ- প্রধানমন্ত্রী দেশরত্ন শেখ হাসিনার এ মেসেজ আমি সম্মেলনের কর্মী-নেতাদের কাছে দিয়ে গেলাম। সেতুমন্ত্রী বলেন, মনে রাখবেন সোনালি সব অর্জন, এত অর্জন; এ অর্জন খারাপ আচরণের কারণে যাতে ম্লান হয়ে না যায়। দশটা ভালো অর্জন একটা খারাপ কাজের জন্য ম্লান হয়ে যেতে পারে।
ঢাকা মহানগর দক্ষিণ শাখা আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের সভাপতি দেবাশীষ বিশ্বাসের সভাপতিত্বে সম্মেলনে বিশেষ অতিথি ছিলেন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আ ফ ম বাহাউদ্দিন নাছিম। সম্মেলনে উপস্থিত ছিলেন- আওয়ামী লীগের বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক ইঞ্জিনিয়ার আবদুস সবুর, আওয়ামী লীগের উপ-প্রচার ও প্রকাশনা সম্পাদক আমিনুল ইসলাম আমিন, স্বেচ্ছাসেবক লীগের সম্মেলন প্রস্তুতি কমিটির আহ্বায়ক বাবু নির্মল রঞ্জন গুহ, সদস্য সচিব গাজী মেজবাউল হোসেন সাচ্চু, ঢাকা মহানগর দক্ষিণ শাখার সাধারণ সম্পাদক মুহাম্মদ আরিফুর রহমান টিটু।
এদিকে বিকালে ইঞ্জিনিয়ার্স ইন্সটিটিউশনে স্বেচ্ছাসেবক লীগ দক্ষিণ সম্মেলনের দ্বিতীয় পর্ব অনুষ্ঠিত হয়। সেখানে কাউন্সিলে প্রার্থিতা আহ্বান এবং কাউন্সিলরদের মতামত নেয়া হয়। প্রার্থীরা ঐকমত্যে না পৌঁছানোর কারণে ১৬ নভেম্বর স্বেচ্ছাসেবক লীগের জাতীয় সম্মেলনে নতুন নেতৃত্বের নাম ঘোষণা করার সিদ্ধান্ত দেন ওবায়দুল কাদের।
বাবরি মসজিদ ভারতের অভ্যন্তরীণ বিষয় : রোববার রাজধানীর বঙ্গবন্ধু এভিনিউয়ে দলের কেন্দ্রীয় কার্যালয়ে সিরাজগঞ্জ জেলা আওয়ামী লীগ নেতাদের সঙ্গে মতবিনিময় শেষে সাংবাদিকদের ওবায়দুল কাদের বলেন, বাবরি মসজিদের ব্যাপারে আমাদের স্পষ্ট বক্তব্য হল- এটা ভারতের উচ্চ আদালতের রায়। এটা তাদের দেশের অভ্যন্তরীণ বিষয়। কোনো দেশের অভ্যন্তরীণ বিষয়ে নাক গলানোর প্রয়োজন আমাদের আছে বলে আমরা মনে করি না। ‘ঘূর্ণিঝড় মোকাবেলায় সরকার ব্যর্থ’- বিএনপি নেতাদের এমন অভিযোগের জবাবে ওবায়দুল কাদের বলেন, ঘূর্ণিঝড় আঘাতই করল না। আমাদের এ ভুখণ্ডে আসার আগে দুর্বল হয়ে গেছে, এটা মিডিয়ার খবর। সারা দেশে কোথাও কোনো ক্ষয়ক্ষতির খবর আমরা পাইনি। জানমালের কোনো ক্ষতির খবর আসেনি। অথচ এর মধ্যেই মির্জা ফখরুল বলে দিয়েছেন সরকার ব্যর্থ। এর আগেও বাজেট ঘোষণার আগে তারা বলেছিল- ‘এটা গরিব মারার বাজেট।’

0 Comments:
Post a Comment