সেন্টমার্টিনে আটকেপড়া পর্যটকরা নিরাপদে ফিরেছেন
টেকনাফ (কক্সবাজার) প্রতিনিধিঘূর্ণিঝড় ‘বুলবুল’-এর প্রভাবে সেন্টমার্টিনে আটকেপড়া পর্যটকরা অবশেষে নিরাপদে ফিরেছেন। শুক্রবার জাহাজ চলাচল বন্ধ হয়ে পড়ায় প্রায় এক হাজার ২০০ পর্যটক সেখানে আটকা পড়েছিলেন। সোমবার বিকালে তারা টেকনাফের দমদমিয়া জেটি ঘাটে পৌঁছলে উপজেলা প্রশাসন তাদের ফুলেল শুভেচ্ছা জানায়। এদিকে সোমবার সেন্টমার্টিন ভ্রমণে গেছেন প্রায় ৩শ’ পর্যটক।
এর আগে আবহাওয়া স্বাভাবিক হয়ে আসায় জেলা প্রশাসনের পক্ষ থেকে জাহাজ চলাচলের অনুমতি দেয়া হয়। সোমবার সকাল সাড়ে ৯টায় কেয়ারি ক্রুজ অ্যান্ড ডাইন, আটলান্টিক ক্রুজ ও ফরহান ক্রুজ নামে তিনটি জাহাজ সেন্টমার্টিনের উদ্দেশে রওনা হয়। দুপুর সাড়ে ১২টায় সেন্টমার্টিনে পৌঁছায়। দুপুর দুটোয় সেন্টমার্টিন থেকে পর্যটকদের নিয়ে টেকনাফের উদ্দেশে রওনা হয়। বিকাল সাড়ে ৪টায় তিনটি জাহাজ টেকনাফে পৌঁছে।

0 Comments:
Post a Comment