ইবি কর্মকর্তা সমিতির সভায় দু’পক্ষের হাতাহাতি
ইবি প্রতিনিধিইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) কর্মকর্তা সমিতির ৮ম সাধারণ সভা চলাকালে দু’পক্ষের মধ্যে হাতাহাতির ঘটনা ঘটেছে। শনিবার বিকাল ৪টার দিকে বিশ্ববিদ্যালয়ের বীরশ্রেষ্ঠ হামিদুর রহমান মিলনায়তনে এ ঘটনা ঘটে। এ ঘটনায় জুনিয়র কর্মকর্তার হাতে সিনিয়র কর্মকর্তা শারীরিক লাঞ্ছিত হয়েছেন বলে জানিয়েছেন প্রত্যক্ষদর্শীরা।
জানা যায়, কর্মকর্তারা বেতন স্কেলসহ তিন দফা দাবিতে দীর্ঘদিন আন্দোলন করে আসছে। এর পরিপ্রেক্ষিতে ২ অক্টোবর বিশ্ববিদ্যালয়ের ২৪৭তম সিন্ডিকেটে সব কর্মকর্তাকে একই বেতন স্কেল না দিয়ে ডিগ্রির ভিত্তিতে বেতন স্কেল দেয়ার সিদ্ধান্ত হয়। তবে এ সিদ্ধান্তের সঙ্গে দুটি শর্ত জুড়ে দেয়া হয়। শর্তে চতুর্থ শ্রেণির কর্মচারী থেকে পদোন্নতি পাওয়া কর্মকর্তারা এ সুবিধা থেকে বঞ্চিত হবেন। এতে অধিকাংশ কর্মকর্তাই এ সুবিধা থেকে বঞ্চিত হচ্ছেন। এ সিদ্ধান্ত কর্মকর্তা সমিতির একাংশ মেনে নিলেও অন্য একাংশ সার্বজনীন বেতন স্কেলের দাবি জানায়। সমিতির সাধারণ সভায় মতামতের ভিত্তিতে এ বিষয়ে প্রশাসনকে মতামত জানানো হবে বলে জানানো হয়। ফলে ভিসি নিজ ক্ষমতাবলে সিদ্ধান্তটি স্থগিত করেন।
এ বিষয়ে কর্মকর্তা সমিতির সাধারণ সম্পাদক মীর মোর্শেদুর রহমান বলেন, ‘প্রশাসন নীলনকশার মাধ্যমে কর্মকর্তাদের মধ্যে বিভেদ সৃষ্টি করছে। প্রশাসনের অনুগত কর্মকর্তারা তাদের এজেন্ডা বাস্তবায়নের চেষ্টা চালালে সাধারণ কর্মকর্তারা এতে বাধা দেন।’

0 Comments:
Post a Comment