728x90 AdSpace

Latest News

Saturday, 9 November 2019

আ’লীগে অনুপ্রবেশকারীর বহিষ্কার দাবি গোপালপুরে

আ’লীগে অনুপ্রবেশকারীর বহিষ্কার দাবি গোপালপুরে

টাঙ্গাইল প্রতিনিধি

হাদিরা ইউনিয়ন আওয়ামী লীগের সম্পাদক আমিনুল ইসলাম নিক্সনকে আওয়ামী লীগে অনুপ্রবেশকারী দাবি করেছে একাংশ। তাকে বহিষ্কার এবং শাস্তির দাবি জানিয়ে শনিবার সংবাদ সম্মেলন করা হয়েছে।

লিখিত বক্তব্যে উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার ও হাদিরা ইউপি চেয়ারম্যান আবদুল কাদের তালুকদার জানান, আজগড়া গ্রামের রাজাকার আলাউদ্দীন তালুকদারের ছেলে সাবেক ছাত্রদল নেতা আমিনুল ইসলাম নিক্সন স্বার্থান্বে^ষী মহলের যোগসাজশে আওয়ামী লীগে প্রবেশ করেছেন। তিনি ওই স্বার্থান্বেষী মহলের সহযোগিতায় হাদিরা ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক পদ লাভ করেছেন। পদ পাওয়ার পর মুক্তিযুদ্ধ ও আওয়ামীবিরোধী লোকজনকে নিয়ে ওই ইউনিয়নে একটি বলয় তৈরি করেন। ওই বলয়ের ছত্রচ্ছায়ায় দীর্ঘদিন ধরে তিনি এলাকার প্রকৃত আওয়ামী লীগ ও মুক্তিযুদ্ধের পক্ষের লোকজনকে হয়রানি ও নাজেহাল করে আসছেন।

সংবাদ সম্মেলনে আরও বলা হয়, ওই আমিনুল ইসলাম নিক্সন প্রধানমন্ত্রী শেখ হাসিনার মেয়ে সায়মা ওয়াজেদের নাম ভাঙিয়ে ‘রান ভেডেলপমেন্ট সোসাইটি’ নামে একাধিক অটিস্টিক ও প্রতিবন্ধী বিদ্যালয় স্থাপন করেছেন। এসব স্কুলে দুই শতাধিক শিক্ষক নিয়োগ দেয়া হয়েছে। প্রতিটি শিক্ষকের কাছ থেকে এমপিওভুক্তির নামে বিপুল পরিমাণ টাকা আদায় করা হয়েছে। ৫-৬ বছর আগে প্রতিষ্ঠিত এসব স্কুল জেলা বা উপজেলা শিক্ষা বিভাগ কর্তৃক আজ পর্যন্ত রেজিস্ট্রেশন হয়নি। এমনকি এসব স্কুলে পাঠদানের অনুমোদনও পায়নি। এভাবে তিনি দলীয় সাইনবোর্ড ব্যবহার করে প্রতারণামূলকভাবে বিপুল পরিমাণ অর্থ হাতিয়ে নিয়েছেন।

সংবাদ সম্মেলনে আরও বক্তব্য রাখেন পৌর মেয়র রকিবুল হক ছানা, উপজেলা ভাইস চেয়ারম্যান মীর রেজাউল হক, মহিলা ভাইস চেয়ারম্যান মরিয়ম আক্তার মুক্তা, উপজেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি প্রকৌশলী খন্দকার গিয়াস উদ্দীন, পৌর আওয়ামী লীগের সভাপতি রফিকুল ইসলাম রফিক, সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার আবদুস সোবহান তুলা, উপজলো যুবলীগের সভাপতি আরিফুল ইসলাম তালুকদার, সম্পাদক আসাদুজ্জামান সোহেল, উপজেলা ছাত্রলীগের আহ্বায়ক শফিকুল ইসলাম শফিক, উপজেলা ছাত্রলীগের যুগ্ম সম্পাদক আলমগীর কবীর রানা প্রমুখ। এ ব্যাপারে আমিনুল ইসলাম নিক্সন জানান, তার বাবা কখনই রাজাকার ছিলেন না। এটি সম্পূর্ণ বানোয়াট। অটিস্টিক বিদ্যালয় স্থাপন করে কারো কাছ থেকে তিনি কোনো টাকাপয়সা নেননি। শিগগিরই এসব স্কুলের শিক্ষকরা সরকারি বেতনভাতা পাওয়া শুরু করবেন।

© JUGANTOR.COM
  • Blogger Comments
  • Facebook Comments

0 Comments:

Post a Comment

Item Reviewed: আ’লীগে অনুপ্রবেশকারীর বহিষ্কার দাবি গোপালপুরে Description: Rating: 5 Reviewed By: COMPLETE BCS
Scroll to Top