বেনাপোলে আমদানি রফতানি ম্যানুয়াল পদ্ধতিতে
বেনাপোল প্রতিনিধিভারতের পেট্রাপোল বন্দরে ইন্টারনেট সার্ভারে ত্রুটির তৃতীয় দিনে সোমবার সকাল থেকে ম্যানুয়াল পদ্ধতিতে শুরু হয়েছে দু’দেশের মধ্যে আমদানি-রফতানি বাণিজ্য। গত ২ দিন বাণিজ্য বন্ধ থাকায় স্থবির হয়ে পড়েছিল বেনাপোল স্থল বন্দর। তবে বন্দরে লোড-আনলোডসহ পণ্য ডেলিভারি প্রক্রিয়া সচল রয়েছে। এ পথে পাসপোর্টধারী যাত্রীদের যাতায়াতও স্বাভাবিক রয়েছে। বেনাপোল স্থলবন্দরের উপ-পরিচালক (ট্রাফিক) আবদুল জলিল জানান, আগে পেট্রাপোল বন্দরে আমদানি-রফতানি ম্যানুয়ালি হতো। বর্তমানে সেখানে অটোমেশন প্রক্রিয়া চালু হওয়ায় আমদানি-রফতানি বাণিজ্য অনলাইনে সম্পন্ন হয়। শনিবার ভারতের পেট্রাপোল বন্দরে ইন্টারনেট সার্ভারে ত্রুটি দেখা দেয়ায় গত দুই দিন এ বন্দর দিয়ে আমদানি-রফতানি কার্যক্রম বন্ধ ছিল। তবে ভারতের কাস্টমসের চেষ্টায় সোমবার থেকে ম্যানুয়াল পদ্ধতিতে বাংলাদেশ থেকে কিছু পণ্য রফতানি হচ্ছে। বেনাপোল কাস্টমসের সহকারী কমিশনার দীপা রানী হালদার বলেন, দু’দেশের মধ্যে আমদানি-রফতানি দুই দিন বন্ধ থাকলেও সোমবার থেকে ম্যানুয়াল পদ্ধতিতে তা সচল করা হয়েছে এবং কিছু পচনশীল পণ্য আমদানি হচ্ছে। দু’একদিনের মধ্যে সার্ভার সচল হবে বলে ভারতীয় কাস্টমস কর্তৃপক্ষ জানিয়েছে।

0 Comments:
Post a Comment