728x90 AdSpace

Latest News

Monday, 4 November 2019

বেনাপোলে আমদানি রফতানি ম্যানুয়াল পদ্ধতিতে

বেনাপোলে আমদানি রফতানি ম্যানুয়াল পদ্ধতিতে

বেনাপোল প্রতিনিধি

ভারতের পেট্রাপোল বন্দরে ইন্টারনেট সার্ভারে ত্রুটির তৃতীয় দিনে সোমবার সকাল থেকে ম্যানুয়াল পদ্ধতিতে শুরু হয়েছে দু’দেশের মধ্যে আমদানি-রফতানি বাণিজ্য। গত ২ দিন বাণিজ্য বন্ধ থাকায় স্থবির হয়ে পড়েছিল বেনাপোল স্থল বন্দর। তবে বন্দরে লোড-আনলোডসহ পণ্য ডেলিভারি প্রক্রিয়া সচল রয়েছে। এ পথে পাসপোর্টধারী যাত্রীদের যাতায়াতও স্বাভাবিক রয়েছে। বেনাপোল স্থলবন্দরের উপ-পরিচালক (ট্রাফিক) আবদুল জলিল জানান, আগে পেট্রাপোল বন্দরে আমদানি-রফতানি ম্যানুয়ালি হতো। বর্তমানে সেখানে অটোমেশন প্রক্রিয়া চালু হওয়ায় আমদানি-রফতানি বাণিজ্য অনলাইনে সম্পন্ন হয়। শনিবার ভারতের পেট্রাপোল বন্দরে ইন্টারনেট সার্ভারে ত্রুটি দেখা দেয়ায় গত দুই দিন এ বন্দর দিয়ে আমদানি-রফতানি কার্যক্রম বন্ধ ছিল। তবে ভারতের কাস্টমসের চেষ্টায় সোমবার থেকে ম্যানুয়াল পদ্ধতিতে বাংলাদেশ থেকে কিছু পণ্য রফতানি হচ্ছে। বেনাপোল কাস্টমসের সহকারী কমিশনার দীপা রানী হালদার বলেন, দু’দেশের মধ্যে আমদানি-রফতানি দুই দিন বন্ধ থাকলেও সোমবার থেকে ম্যানুয়াল পদ্ধতিতে তা সচল করা হয়েছে এবং কিছু পচনশীল পণ্য আমদানি হচ্ছে। দু’একদিনের মধ্যে সার্ভার সচল হবে বলে ভারতীয় কাস্টমস কর্তৃপক্ষ জানিয়েছে।

© JUGANTOR.COM
  • Blogger Comments
  • Facebook Comments

0 Comments:

Post a Comment

Item Reviewed: বেনাপোলে আমদানি রফতানি ম্যানুয়াল পদ্ধতিতে Description: Rating: 5 Reviewed By: COMPLETE BCS
Scroll to Top