728x90 AdSpace

Latest News

Monday, 4 November 2019

আরও ৪ ছাত্রলীগ কর্মী গ্রেফতার

আরও ৪ ছাত্রলীগ কর্মী গ্রেফতার

রাজশাহী ব্যুরো

রাজশাহী পলিটেকনিক ইন্সটিটিউটের অধ্যক্ষকে লাঞ্ছিত করে টেনেহিঁচড়ে পুকুরে নিক্ষেপের ঘটনায় ছাত্রলীগের আরও ৪ সদস্যকে রোববার গ্রেফতার করেছে পুলিশ। তারা হচ্ছেন রাজশাহী মহানগরীর আসাম কলোনির শাহ আলমের ছেলে মেহেদী হাসান হিরা (২৩), রবিউল ইসলামের ছেলে মেহেদী হাসান আশিক (২৩), ছোটবনগ্রাম মহল্লার খন্দকার আলমগীরের ছেলে নজরুল ইসলাম (২৩) এবং সাধুর মোড় এলাকার নোমানের ছেলে নাবিউল উৎস (২০)। তারা সবাই পলিটেকনিক ইন্সটিটিউটের শিক্ষার্থী এবং ছাত্রলীগ কর্মী।

রাজশাহী মহানগর পুলিশের মুখপাত্র গোলাম রুহুল কুদ্দুস জানান, এদের মধ্যে মেহেদী হাসান আশিক অধ্যক্ষের মামলার মূল আসামি। এ নিয়ে ৯ জনকে গ্রেফতার করা হল। এদিকে অধ্যক্ষকে লাঞ্ছিত করার জন্য দায়ীদের শাস্তি চেয়ে সোমবার ক্যাম্পাসে অবস্থান কর্মসূচি পালন করেছে শিক্ষার্থীরা। এ সময় জড়িতদের বহিষ্কার ও ক্যাম্পাসে ছাত্র রাজনীতি বন্ধের দাবি জানানো হয়েছে। এদিকে রাজশাহী মহানগর ছাত্রলীগের সভাপতি রকি কুমার ঘোষ অভিযোগ করেন, এ ঘটনার সুযোগ নিয়ে একটি গোষ্ঠী পলিটেকনিকে অস্থিতিশীল করার ষড়যন্ত্রে লিপ্ত রয়েছে। শিক্ষার্থীদের ছদ্মবেশে ক্যাম্পাসে ছাত্রলীগের ব্যানার ও ফেস্টুন নামিয়ে ফেলা হয়েছে। ছিঁড়ে ফেলা হয় জাতির পিতা বঙ্গবন্ধু ও প্রধানমন্ত্রীর ছবি।

গোয়েন্দা সংস্থা বলেছে, রোববার রাতে রবির একটি নম্বর থেকে অধ্যক্ষের নাম ব্যবহার করে সোমবার শিক্ষার্থীদের আন্দোলনে যোগ দেয়ার জন্য শতাধিক শিক্ষার্থীকে ফোন দেয়া হয়। অথচ ওই ফোন নম্বরটি অধ্যক্ষের না। অজ্ঞাত ওই ব্যক্তি আসলে কে, তাকে শনাক্ত করার কাজ চলছে।

এদিকে পলিটেকনিক ইন্সটিটিউটের ছাত্রলীগের দফতর সম্পাদক সোহাগ আদিফ ফেসবুকে এক স্ট্যাটাসে বলেছেন, জামায়াত-শিবির-ছাত্রদল হুশিয়ার সাবধান। যারা জাতির পিতা এবং জাতীয় ৪ নেতা ও জননেত্রী শেখ হাসিনার ছবিযুক্ত পোস্টার ছিঁড়তে পারে, তাদের মানুষ বলে মানবজাতিকে ছোট করতে চাই না। তারা জানোয়ার! ঘোলা পানিতে মাছ শিকারের চেষ্টা করলে পিঠের চামড়া থাকবে না। হুমকির বিষয়ে জানতে চাইলে রাজশাহী মহানগর ছাত্রলীগের সভাপতি রকি কুমার ঘোষ বলেন, ঘটনার পর মূল অভিযুক্ত কামাল হোসেন সৌরভকে ছাত্রলীগ থেকে স্থায়ী বহিষ্কার করা হয়েছে। মহানগর ছাত্রলীগের পক্ষ থেকে ৬ সদস্যবিশিষ্ট তদন্ত কমিটি গঠন করেছি। ছাত্রলীগের আরও কেউ জড়িত থাকলে তাদের বিরুদ্ধেও ব্যবস্থা নেয়া হবে। এদিকে রাজশাহী সিটি কর্পোরেশনের মেয়র ও মহানগর আওয়ামী লীগের সভাপতি এএইচএম খায়রুজ্জামান লিটন সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে একটি পোস্ট দিয়েছেন। তিনি লিখেছেন, প্রশাসন বা কেউ যদি আপনাদের পলিটেকনিক ইন্সটিটিউটের ঘটনায় ব্যবস্থা নিতে বাধা দেয়, আমাকে জানাবেন। রাজশাহীতে এ ধরনের ঘটনা চলবে না। লাঞ্ছিত করার পর রাতেই সাতজনের নাম উল্লেখসহ ৫৭ জনকে আসামি করা হয়। ওই রাতেই পুলিশ পাঁচজনকে গ্রেফতার করে। এদিকে ঘটনা তদন্তে কারিগরি শিক্ষা অধিদফতর থেকে ৩ সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়। কারিগরি শিক্ষা অধিদফতরের পরিচালক (পিআইডব্লিউ) এসএম ফেরদৌস আলমকে তদন্ত কমিটির প্রধান করা হয়েছে। অন্য দুই সদস্য হলেন- আরেক পরিচালক (কারিকুলাম) ড. নুরুল ইসলাম এবং রাজশাহী মহিলা পলিটেকনিটক ইন্সটিটিউটের ভারপ্রাপ্ত অধ্যক্ষ ওমর ফারুক। সোমবার কমিটির সদস্যরা ক্যাম্পাসে শিক্ষক-শিক্ষার্থীসহ বিভিন্নজনের সঙ্গে কথা বলেন। কমিটির প্রধান এসএম ফেরদৌস আলম সাংবাদিকদের তিনি বলেন, পুকুরের যে স্থানে অধ্যক্ষকে ফেলে দেয়া হয়েছিল, সেখানকার পানির গভীরতা অনেক। গভীরতা ১২-১৫ ফুট। অধ্যক্ষ সাঁতার না জানলে বড় ধরনের দুর্ঘটনা ঘটত।

© JUGANTOR.COM
  • Blogger Comments
  • Facebook Comments

0 Comments:

Post a Comment

Item Reviewed: আরও ৪ ছাত্রলীগ কর্মী গ্রেফতার Description: Rating: 5 Reviewed By: COMPLETE BCS
Scroll to Top