728x90 AdSpace

Latest News

Monday, 4 November 2019

হবিগঞ্জের এমপি জাহিরের বিরুদ্ধে অর্ধকোটি টাকা আত্মসাতের মামলা

হবিগঞ্জের এমপি জাহিরের বিরুদ্ধে অর্ধকোটি টাকা আত্মসাতের মামলা

সিলেট ব্যুরো

হবিগঞ্জ-৩ আসনের সরকারদলীয় এমপি ও জেলা আওয়ামী লীগের সভাপতি মো. আবু জাহিরের বিরুদ্ধে অর্ধকোটি টাকা আত্মসাতের অভিযোগে মামলা হয়েছে। যুক্তরাজ্য প্রবাসী এক ব্যবসায়ী গাজিউর রহমান ২৫ সেপ্টেম্বর ঢাকার যুগ্ম জেলা জজ আদালতে মানি সুটের এ মামলা করেন। আদালত থেকে সমন গেলে মামলার বিষয়টি এলাকায় জানাজানি হয়। মামলায় এমপি জাহির ছাড়াও ৭ জনকে আসামি করা হয়েছে। বাদী গাজিউর রহমান হবিগঞ্জ পৌর শহরের ফায়ার সার্ভিস রোডের ফয়েজ ভিলার আছকর আলীর ছেলে।

জানা যায়, ব্যবসায়ী গাজিউর রহমান তার ভাই সাঈদুর রহমান, স্ত্রী রিনা রহমান, মৌলভীবাজারের রাজনগরের আবদুল মান্নানের ছেলের বন্ধু আবুল কালাম ও একই জেলার সদর উপজেলার আবদুস সাত্তারের ছেলে শামসুল ইসলাম রাজুকে নিয়ে কয়েক বছর আগে সিএনজি ফিলিং স্টেশনের ব্যবসা শুরু করেন। গত বছর ব্যবসায়িক অংশীদার আবুল কালাম ও শামসুল ইসলামের সঙ্গে তার বিরোধ দেখা দেয়। বিষয়টি মীমাংসার জন্য এমপি আবু জাহিরের শরণাপন্ন হন তিনি। এরপর এমপি ঢাকায় এমপি হোস্টেলে উভয় পক্ষকে নিয়ে বৈঠক করেন। বৈঠকের সিদ্ধান্ত অনুযায়ী ব্যবসায়িক অংশীদার রাজু ও কালামকে ১ কোটি ২০ লাখ টাকার মধ্যে বিভিন্ন তারিখ দিয়ে ১ কোটি ১৯ লাখ চুয়ান্ন হাজার ৩৬৫ টাকার চেক দেন গাজিউর রহমান। আবুল কালাম ও রাজু তাদের অংশের ৫০ লাখ টাকা না নিয়ে অবশিষ্ট টাকাসহ পুরো টাকা একসঙ্গে নেয়ার জন্য এমপির কাছে রেখে যান। এদিকে গাজিউর রহমান অসৎ উদ্দেশ্যে গোপনে তার নিজ অ্যাকাউন্টের চেক পাস করে না দেয়ার জন্য ব্যাংকে আবেদন করে রাখেন। ৬৯ লাখ ৫৪ হাজার ৩৬৫ টাকার চেক ডিজঅনারের পর এমপি বিষয়টি আঁচ করতে পারেন। এরপর তিনি গাজিউর রহমানের সঙ্গে সাক্ষাতের জন্য লন্ডন যান। এ নিয়ে ইংল্যান্ডে একাধিক বৈঠক হয়। কিন্তু কোনো সমাধান হয়নি। এ কারণে এমপির ভাই, ছেলে ও মেয়ে বাদী হয়ে ১৮ জুলাই ১টি ও ৮ সেপ্টেম্বর ২টি চেক ডিজঅনারের মামলা করেন। গাজিউর রহমান বিষয়টি জানার পর ২৫ সেপ্টেম্বর এমপির বিরুদ্ধে পাল্টা মামলা করেন। এমপি আবু জাহির যুগান্তরকে বলেন, আমি সালিশ বৈঠকের মাধ্যমে বিষয়টি সমাধান করে দিয়েছি। কালাম ও রাজুর ৫০ লাখ টাকা এখনও আমার কাছে গচ্ছিত। অবশিষ্ট টাকাসহ পুরো ১ কোটি ২০ লাখ টাকা আমার কাছ থেকে নেয়ার অপেক্ষায় রয়েছেন তারা। ভুক্তভোগীদের বিরোধ নিষ্পত্তির পর এভাবে যদি মিথ্যা মামলা দিয়ে অপমান করা হয় তাহলে বিরোধ মীমাংসায় এগিয়ে আসতে মানুষ নিরুৎসাহী হবেন। বাদী গাজিউর রহমানের বক্তব্য হল, সালিশ বৈঠকের সিদ্ধান্ত অনুযায়ী আমার ১ কোটি ২০ লাখ টাকা দেয়ার কথা ঠিক। কিন্তু তারা আমার বিরুদ্ধে জেলা প্রশাসক ও দুদকে অভিযোগ দিয়েছেন। অভিযোগ প্রত্যাহার না করায় আমি মামলা করেছি।

© JUGANTOR.COM
  • Blogger Comments
  • Facebook Comments

0 Comments:

Post a Comment

Item Reviewed: হবিগঞ্জের এমপি জাহিরের বিরুদ্ধে অর্ধকোটি টাকা আত্মসাতের মামলা Description: Rating: 5 Reviewed By: COMPLETE BCS
Scroll to Top